- ঢাকা
- হঠাৎ প্রকাশ্যে এলেন তালেবানের শীর্ষ নেতা
হঠাৎ প্রকাশ্যে এলেন তালেবানের শীর্ষ নেতা

মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদা
আফগানিস্তানের রাজধানী কাবুলে আলেম ও প্রবীণদের একটি বিশাল সমাবেশে যোগ দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদা। যিনি গত বছরের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে জনসমক্ষে আসেননি। বৃহস্পতিবার কাবুলের কারিগরি বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী সমাবেশে ৩ হাজারের বেশি লোক জড়ো হয়েছে, তবে তাতে কোনো নারীকেই আমন্ত্রণ জানানো হয়নি। খবর আল-জাজিরার।
আফগানিস্তানের রাষ্ট্রীয় বাখতার নিউজ এজেন্সির খবরে বলা হয়, আখুনজাদা বক্তৃতায় বলেন, জিহাদের সাফল্য শুধু আফগানদের জন্য নয়, গোটা বিশ্বের মুসলমানদের জন্যও গর্বের। কীভাবে দেশ চালাতে হয়, তালেবানকে এটা বিশ্বের বলা বন্ধ করা উচিত। তারা কেন আমাদের বিষয়ে হস্তক্ষেপ করছে?
মন্তব্য করুন