কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাছ কেটে নেওয়ার অভিযোগ ওঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। উপজেলার লাহিনী-সান্দিয়ারা জিকে ক্যানাল সড়কের পান্টি ইউনিয়নের ডাঁসা সুইচ গেট এলাকা থেকে পাউবোর ১১টি মেহগনি ও আমগাছ কেটেছেন তিনি। 

অভিযুক্ত ওই নেতার নাম মো. শরিফুল ইসলাম দুলাল (৭৫)। তিনি পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও ডাঁসা গ্রামের বাসিন্দা।

পাউবোর কর্মকর্তারা বলছেন, কয়েকটি গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

এ দিকে গাছ কাটার বিষয়টি স্বীকার করে দুলাল দাবি করেন, মসজিদ নির্মাণের জন্য কিছু গাছ কাটা হয়েছে। 

পাউবো কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার থেকে ডাঁসা জিকে সুইচ গেট এলাকায় পাউবোর গাছ কাটছেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মো. শরিফুল ইসলাম দুলাল। এর মধ্যে ৮টি গাছ তিনি রাজাপুর গ্রামের মো. তোফাজ্জেল মোল্লার (৩৫) কাছে ৯৯ হাজার টাকায় বিক্রি করেছেন। গাছগুলো স্থানীয় দুইটি করাতকলে রাখা হয়েছে। একটি আমগাছ ও দুটি মেহগনি গাছ কাটা অবস্থায় পড়ে রয়েছে। সেগুলো জব্দ করেছে পাউবো কর্তৃপক্ষ। 

মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা গেছে, ক্যানেলপাড়ের আটটি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কেটে নেওয়ায় সে সব জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে। এ ছাড়া গাছের পাতা ও ছোট ছোট ডালপালা পড়ে রয়েছে। আর একটি আমগাছ ও দুইটি মেহগনি গাছ কাটা অবস্থায় পড়ে রয়েছে। 

এ বিষয়ে পাউবো কার্যালয়ের সহায়ক মো. সুলতান হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা দুলাল অবৈধভাবে জিকে ক্যানালের ১১টি গাছ কেটে নিয়েছেন। এর মধ্যে ৮টি তিনি (দুলাল) নিয়ে গেছেন। তিনটি কাটা গাছ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে কাঠের ব্যবসায়ী তোফাজ্জেল মোল্লা জানান, তিনি বীর মুক্তিযোদ্ধা দুলালের কাছ থেকে ৯টি গাছ ৯৯ হাজার টাকায় কিনেছেন। গাছ নিয়ে ঝামেলা হচ্ছে। তাই টাকা ফেরত নেবেন তিনি।

সান্দিয়ারা বাজার সংলগ্ন মো. আলমের করাতকলে গিয়ে দেখা গেছে, পাউবোর ২৩ ও ২৪নং সিরিয়াল করাসহ বেশকিছু মেহগনি গাছের কাটা অংশ রাখা হয়েছে। 

এ বিষয়ে আলম জানান, কাঠের ব্যবসায়ী তোফাজ্জেল ক্যানালের গাছগুলো কেটে মিলে রেখেছেন। কীভাবে এ গাছ কাটা হয়েছে তা তিনি জানেনা।

এ বিষয়ে মো. শরিফুল ইসলাম দুলাল মোবাইল ফোনে জানান, তিনি মসজিদের উন্নয়নকাজের জন্য কয়েকটি গাছ কেটেছেন। কিছু গাছ স’ মিলে নিয়ে চিড়াই করা হয়েছে। আর কিছু গাছ ব্যবসায়ী তোফাজ্জেলের কাছে ৯৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তিনি ভুল করে পাউবোর গাছ কেটেছেন। 

আওয়ামী লীগের সাবেক এ নেতা বলছেন, পাউবো কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি মিটিয়ে নেবেন।

এ বিষয়ে কুষ্টিয়া পাউবো’র সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, দুলাল নামের একজন কিছু গাছ কেটেছেন। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, পাউবো থেকে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।