- ঢাকা
- ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, নিহত ৩১
ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, নিহত ৩১

ছবি- রয়টার্স থেকে নেওয়া।
ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ নিহত হয়েছে ৩১ জন। ৪৩০ জন ধারণক্ষমতা সম্পন্ন ফেরিতে থাকা ২৩০ জনকে উদ্ধার করা হয়েছে। খবর- রয়টার্সের।
বুধবার দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
কোস্টগার্ড জানিয়েছে, ফেরির একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ওই কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে। সমুদ্রে তেল ছড়িয়ে পড়ছে কিনা তাও নজর রাখা হচ্ছে।
মন্তব্য করুন