- ঢাকা
- গভীর রাতে মহাসড়কে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৫
গভীর রাতে মহাসড়কে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৫

ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টাকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
তিনি বলেন, গোয়ালন্দের দৌলতদিয়া এলাকার বাংলাদেশ হ্যাচারির সামনে থেকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাঁচজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সময় তারা মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করছিলেন। তাদের কাছ থেকে পুলিশে জ্যাকেট, লেজার লাইট, প্রাইভেটকারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার খাসির হাট কাজি কান্দি গ্রামের মোহাম্মদ আলী (৩১), নরসিংদী সদর উপজেলার শেখের চর গ্রামের মান্নান সরদার (৫২), মাধবদী উপজেলার খদ্দ নওয়াপাড়া গ্রামের শাওন আহমেদ (২১), টাটা পাড়া গ্রামের রিয়াজ হোসেন (২৫), গাজীপুরের কাপাশিয়া উপজেলার খিরআডি গ্রামের হেলাল মিয়া (৩২)।
তিনি আরও বলেন, মহাসড়কের ওই এলাকায় মাঝেমধ্যে পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। কিন্তু ওইদিন পুলিশের কোনো অভিযান ছিল না। এ সুযোগে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সড়কে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা পুলিশি কায়দায় যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টা করছিলেন।
ওসি স্বপন কুমার বলেন, গ্রেপ্তারদের বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
/আরএডি/
মন্তব্য করুন