- ঢাকা
- মাধবদীতে আ’লীগ বিএনপি সমর্থকদের টেঁটাযুদ্ধ, আহত ১০
মাধবদীতে আ’লীগ বিএনপি সমর্থকদের টেঁটাযুদ্ধ, আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার চরদিঘলদীতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে মারাত্মক আহত অবস্থায় ৩ জন বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি।
আশঙ্কাজনক অবস্থায় নাজিমউদ্দিন ও শাকিল নামে দু’জনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চরদিঘলদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শওকত আলী প্রধান এবং ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুর রশিদ মুন্সীর কর্মী-সমর্থকের মধ্যে বিরোধ চলছে। প্রায় ৯ মাস ধরে বিএনপির কর্মী-সমর্থকরা এলাকাছাড়া। তিন-চার দিন আগে আরমান মিয়া নামে বিএনপির এক সমর্থক বিদেশ থেকে এলাকায় ফেরেন। কথা কাটাকাটির জেরে তাঁকে মারধর করেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। এর পাল্টা হিসেবে বিএনপিপন্থি লোকজন দু’দিন আগে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুল্লাহর বসতঘর ভেঙে দেয়। এ ছাড়া গত রোববার রাত থেকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শওকত আলীর বাড়িতেও হামলার প্রস্তুতি নিতে থাকে বিএনপির কর্মী-সমর্থকরা। খবর পেয়ে চরদিঘলদী ইউপি চেয়ারম্যান দোলোয়ার হোসেন শাহিন স্থানীয় পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানান। পুলিশ রাতে দুই পক্ষের সঙ্গে কথা বলে ঘটনার সুরাহা করার চেষ্টা করে। কিন্তু ভোরে উভয়পক্ষের মধ্যে টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শওকত আলী ও বিএনপি সভাপতি আবদুর রশিদ মুন্সীসহ উভয় দলের নেতাদের ফোন করেও পাওয়া যায়নি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। চরদিঘলদীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখনও কোনো পক্ষ মামলা করতে আসেনি।
মন্তব্য করুন