- ঢাকা
- চোর-ডাকাতের বিচার নেই, বিচার হচ্ছে বিএনপি নেতাকর্মীদের: মির্জা আব্বাস
চোর-ডাকাতের বিচার নেই, বিচার হচ্ছে বিএনপি নেতাকর্মীদের: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চোর ডাকাতের বিচার নেই, বিচার হচ্ছে বিএনপি নেতাকর্মীদের।
মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ থানা বিএনপির (জিনজিরা) পার্টি অফিসের সামনে খালেদা জিয়া মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবির জনসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আপনাদের অত্যাচার থেকে জনগণকে রেহাই দেন। আইয়ুব খান ক্ষমতায় থাকতে পারেনি। আপনিও থাকতে পারবেন না। ৯৬'তে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। এখন আপনাদের সমস্যা কোথায়?
তিনি বলেন, দেশকে মুক্ত করতে চাই। আপনাদের অত্যাচার করতে চাই না। অন্যায় করবেন পাপ করবেন তা জনগণ মানতে পারে না। এই সরকারের পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র। দেশকে মুক্ত করতে হলে ঢাকাসহ সারাদেশে এমন আন্দোলন করতে হবে। আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ পদত্যাগ করতে বাধ্য হবে।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ প্রমুখ।
মন্তব্য করুন