ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বধূ সাজে ১০টি ছবিতে নজর কাড়লেন অপু বিশ্বাস

বধূ সাজে ১০টি ছবিতে নজর কাড়লেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৬:০১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ১৯:২০

লেহেঙ্গা আর গয়না পরে হঠাৎ কনের সাজে দেখা দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফেইসবুকে প্রকাশ কারা তার ছবিগুলো প্রশংসার পাশাপাশি কৌতুহলও ছড়িয়েছে। হঠাৎ এমন সাজে চমকে গেছেন ভক্তরা। মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়ে অনেকের প্রশ্ন, ‘কার সঙ্গে নতুন পথচলা শুরু করছেন অপু? আজকের এই আয়োজনে থাকছে ছবির সঙ্গে অপু বিশ্বাস সম্পর্কে জানা-অজানা কয়েকটি তথ্য।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করে অপু লিখেছেন ‘শুভ সকাল, এটা আমার নতুন লুক। আমাকে এতটা ধৈর্য্য দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ।

অপু বিশ্বাস ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে অবন্তী বিশ্বাস হিসাবে জন্মগ্রহণ করেন।

বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়ায়। তিনি এসওএস হারম্যান মেইনার থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে আলোর মেলা, ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয় এবং সব শেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন।

চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে অপু বিশ্বাস নৃত্যশিল্পী হিসেবে অনুষ্ঠানে অংশ নিতেন। বাবা মায়ের উৎসাহে নাচতে শিখতে শুরু করেন, বগুড়ার নৃত্যগুরু আবদুস সামাদের কাছে। এসময়ে তিনি লাইলী মজনু নৃত্যনাট্যে অভিনয় করেছেন।

২০০৫ সালে মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অপু বিশ্বাস। প্রথম চলচ্চিত্র ছিল আমজাদ হোসেনের পরিচালনায় ‘কাল সকালে’।

পরের বছর এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকা বনে যান। নায়ক শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফআই মানিক এই জুটিকে নিয়ে একই বছরে ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ও ‘দাদীমা’ চলচ্চিত্র নির্মাণ করেন। ২০০৭ সালে অপু মান্নার বিপরীতে ‘মেশিনম্যান’ ছবিতে এবং পুনরায় শাকিব খানের বিপরীতে ‘কাবিননামা’ ছবিতে অভিনয় করেন। এরপর শতাধিক সিনেমায় অভিনয় করেন অপু।


২০১৩ সালে অপু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্রে পার্বতী চরিত্রে অভিনয় করেন। চাষী নজরুল ইসলাম পরিচালিত এই চলচ্চিত্রে তার সহ-অভিনয়শিল্পী ছিলেন শাকিব খান ও মৌসুমী।

শতাধিক সিনেমার মধ্যে ৬৩টি সিনেমায় শাকিব খানের নায়িকা হয়েছেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন। ২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন। বিয়ের পর ২৭ সেপ্টেম্বর ২০১৬ সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাম খান জয় জন্মগ্রহণ করে।

বর্তমানে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়েই অপুর সংসার।

whatsapp follow image

আরও পড়ুন

×