কানে পানি ঢুকলে
ডাক্তারবাড়ি ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ০১:২১
যে কোনো সময় অসাবধানতাবশত কানে পানি ঢুকে যেতে পারে।
কানে পানি যাওয়াটা কোনো সমস্যা নয়। এতে ভয় পাওয়ার কিছু নেই। যাদের কানে আগে থেকে সংক্রমণ কিংবা অন্য কোনো সমস্যা থাকে, তাদের কানে পানি ঢুকলে কান ভারী লাগতে পারে বা কানে অস্বস্তি হতে পারে। আসুন জেনে নেওয়া যাক কান থেকে পানি বের করার উপায়।
l যে কানে পানি ঢুকেছে, সেদিকে মাথা কাত করুন। হাতের তালু কাপের মতো করুন। সেই হাত কানের ওপর রাখুন, এরপর সামান্য চাপ দিয়ে তালু সমতল করে ফেলুন। এতে বাতাসের চাপে কানের ভেতরের পানি বেরিয়ে আসবে।
তুলা বা কটনবাড দিয়ে কানের পানি বের করার চেষ্টা করবেন না। এসব কানের জন্য অনেক ক্ষতিকর।
lআপনার বাম অথবা ডান যে কানে পানি ঢুকেছে সেই পাশে মাথা ঝুঁকিয়ে রাখুন। এরপর ধীরে ধীরে কান ধরে ঝাঁকি দিতে থাকুন। এতে দেখবেন পানি কান থেকে বেরিয়ে আসবে।
lতুলা বা কটনবাড দিয়ে কানের পানি বের করার চেষ্টা করবেন না
lকানে পানি ঢুকলে চুইংগাম চিবোতে পারেন। এতে মুখের বিভিন্ন পেশি সচল থাকার কারণে কানের পানি বেরিয়ে আসতে পারে।
l কানের পানি বের করার সহজ উপায় হচ্ছে শ্বাস নেওয়া। কোনো কারণে কানে পানি ঢুকল লম্বা শ্বাস নিন। এবার দুই আঙুল দিয়ে নাক চেপে ধরে সেই অবস্থায় শ্বাস ছাড়ার চেষ্টা করুন। এভাবে কয়েকবার করলে কান থেকে পানি বের হয়ে আসতে পারে।
lএতকিছুর পরও কানের পানি বেরিয়ে না এলে নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। v