করোনার সহজাত হিউম্যান মেটানিউমোভাইরাস
ফাইল ছবি
অধ্যাপক ডা. মনজুর হোসেন
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ০১:২৪
কভিড-১৯ মহামারি যেতে না যেতেই চীনে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। রোগটির ব্যাপক সংক্রমণ স্বাভাবিকভাবে স্বাস্থ্য সংকটের উদ্বেগ সৃষ্টি করছে। রোগতত্ত্ববিদদের অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন পরিস্থিতি এতোই জটিল আকার ধারণ করেছে যে চীনা কর্তৃপক্ষ যথাযথ স্বাস্থ্য প্রতিরক্ষার উদ্যোগ না নিলে এইচএমপিভির হাত ধরে অন্যান্য ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের রোগ যেমন ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এমনকি কভিড-১৯ এর মতো একাধিক ভাইরাসের মহামারি দেখা দেবে। সিডিসির (সেন্টার ফর ডিসমিস কন্ট্রোল) ভাষ্যমতে, এইচএমপিভি হলো শ্বাসযন্ত্রের এক ধরনের ভাইরাস, যা ওপরের এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি সব বয়সের ব্যক্তিকে আক্রান্ত করতে পারে। তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এইচএমপিভি ২০০১ সালে প্রথম শনাক্ত করা হয়। এ বছরেই রোগটি গুরুতরভাবে সংক্রামক হয়ে দেখা দিচ্ছে।
এইচএমপিভির উপসর্গ– এইচএমপিভির উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, অতিরিক্ত শ্লেষ্মার কারণে নাক বন্ধ হয়ে যাওয়া এবং শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে ব্রঙ্কাইটিস বা শ্বাসতন্ত্রের প্রদাহ বা বড় ও শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি করতে পারে। এইচএমপিভির ইনকিউবেশন পিরিয়ড (আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা থেকে শুরু করে উপসর্গ দেখা দেওয়ার সময়কাল): সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে রোগটি দেখা দেয়। তবে সংক্রমণের তীব্রতার ওপর নির্ভর করবে লক্ষণগুলো কতো সময় স্থায়ী হবে।
যেভাবে ছড়ায়– এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়। যেমন-১. কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ। ২. মোলাকাত করা, হাত স্পর্শ করা। ৩. সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ, নাক, চোখে কর্মকাণ্ডের মাধ্যমে ছড়িয়ে পড়া। প্রতিরোধ: ভ্যাক্সিনের এখনও দেখা মেলেনি। সুতরাং সামাজিক মেলামেশা কমানো বা এড়িয়ে চলা, করমর্দন এড়িয়ে চলা, অযথা চোখেমুখে হাত স্পর্শ না করা, তিন ফুট দূরত্ব বজায় রাখা, বারবার হাত সাবান দিয়ে ধোয়া, পুষ্টিক এবং ইমিউনবর্ধক খাবার যেমন সবুজ শাকসবজি, ফলমূল অধিক হারে খাওয়া এবং মাস্ক পরার অভ্যাস গড়ে তোলার মধ্য দিয়ে নতুন ভাইরাসের ভয়ংকর সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব হবে।
[সভাপতি, বাংলাদেশ পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজেস সোসাইটি ]
- বিষয় :
- করোনা