ডিএসইতে তিন মাসের সর্বোচ্চ লেনদেন
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ২১:৫৯ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ২১:৫৯
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। গতকাল মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১৮৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা প্রায় ৩ মাসের মধ্যে বেশি। এ ছাড়া মঙ্গলবার ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে দিন শেষে মূল্যসূচক বেড়েছে ৮৫ পয়েন্ট। বিশ্নেষকরা বলছেন, দরপতন ঠেকাতে শেয়ারমূল্যে ফ্লোর প্রাইস (কৃত্রিম সাপোর্ট) দেওয়ায় সূচক বাড়ছে।
বাজার বিশ্নেষণে দেখা গেছে, ডিএসইতে মঙ্গলবার ৩৮২টি কোম্পানির ২৯ কোটি ৭৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ১ হাজার ১৮৩ কোটি ২৭ লাখ টাকা। এর আগে গত ১০ মে ডিএসইতে ১ হাজার ২৫৮ কোটি টাকা লেনদেন হয়েছিল। এ হিসাবে মঙ্গলবারের লেনদেন গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৯০টি শেয়ারের, কমেছে ৩৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ৮৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৯ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৩০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৪ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৬২ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৫ লাখ ৯ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।
শীর্ষ দশ কোম্পানি :মঙ্গলবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, ডেল্টা লাইফ, সোনালী পেপার, মালেক স্পিনিং, ইন্ট্রাকো রিফুয়েলিং, আইপিসিডি, বাংলাদেশ শিপিং করপোরেশন, কেডিএস এক্সেসোরিজ এবং শাইনপুকুর সিরামিকস। ডিএসইতে মঙ্গলবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- তমিজউদ্দিন টেক্সটাইল, মালেক স্পিনিং, ডেল্টা লাইফ, বিজিআইসি, এপেক্স স্পিনিং, এনআরবিসি ব্যাংক, অ্যাম্বি ফার্মা, আর্গন ডেনিমস, গ্লোবাল হেভি এবং পেপার প্রসেসিং।
অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- এনভয় টেক্সটাইল, আইএসএন লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, এনসিসিবি মিউচুয়াল ফান্ড-১, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, অ্যাপোলো ইস্পাত, এমএল ডাইয়িং এবং এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড।
- বিষয় :
- ডিএসই
- শেয়ারদর
- বাজার বিশ্লেষক
- শেয়ারমূল্য
- ফ্লোর প্রাইস