কাস্টমস অটোমেশন ন্যাশনাল টেকনিক্যাল টিম গঠন করল এনবিআর
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ২২:০৫ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ২২:০৫
তথ্যপ্রযুক্তিভিত্তিক ডিজিটাল কাস্টমস ব্যবস্থা গড়ে তুলতে 'কাস্টমস অটোমেশন ন্যাশনাল টেকনিক্যাল টিম' গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এটি জাতীয় পর্যায়ের একটি কমিটি।
গতকাল মঙ্গলবার এই টিম গঠন-সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর।
১৮ সদস্যের এই টিমের সভাপতি করা হয়েছে এনবিআরের কাস্টমস (নীতি ও আইসিটি) বিভাগের সদস্যকে। এ ছাড়া এনবিআরের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এর সদস্য। কাস্টমস অটোমেশন বিভাগের দ্বিতীয় সচিব এই টিমের সদস্য সচিব।
এই কমিটি ক্রমেই বাংলাদেশ কাস্টমসের কার্যক্রমকে পেপারলেস করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করবে। কাস্টমস অটোমেশন টেকনিক্যাল টিমের কার্যক্রম মনিটর করবে। কাস্টমসের অটোমেশনের কর্মপরিকল্পনা এনবিআরের চেয়ারম্যানকে জানাবে।