টিআইএনধারীর সংখ্যা বেড়েছে

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ | ২২:৫৩
দেশে করদাতা শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা বাড়ছে। গত জুলাই শেষে দেশে টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ লাখ ৯০ হাজার ২৫৭ জন। সরকার করের আওতা বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এর ফলে নতুন করদাতা সম্পৃক্ত হচ্ছেন করজালে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে, অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম মাসে এক লাখ ১১৫টি নতুন টিআইএন খোলা হয়েছে। যা গত বছরের জুলাই মাসে ছিল ৫৩ হাজার ২৩২টি। এ ছাড়া ২০২১ সালের জুন শেষে দেশে টিআইএনধারী ছিলেন ৬২ লাখ ৪৮ হাজার ৯২২ জন, যা এ বছর জুন শেষে এসে দাঁড়ায় ৭৫ লাখ ৯০ হাজার ১৪২ জনে। এক বছরের ব্যবধানে ১৩ লাখ ৪১ হাজার ২২০টি টিআইএন বেড়েছে।
গত কর বছরে দেশে ২৯ লাখ করদাতা শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আয়কর রিটার্ন দাখিল করেছেন বলে জাতীয় সংসদে চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, দেশে মধ্যবিত্ত বা তদূর্ধ্ব শ্রেণির জনসংখ্যা প্রায় চার কোটি, যার অধিকাংশই আয়কর দিচ্ছেন না। ফলে কর ফাঁকি রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণসহ করযোগ্য আয়ধারী সবাইকে করজালের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সরকার টিআইএনধারীর সংখ্যা এক কোটিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। গত চার বছরে প্রতি বছর গড়ে ১০ লাখেরও বেশি হারে টিআইএনধারীর সংখ্যা বেড়েছে।
রিটার্ন দাখিল বাড়ানোর জন্য চলতি অর্থবছরের বাজেটে যেসব ক্ষেত্রে টিআইএন সনদ দেওয়া বাধ্যতামূলক ছিল, সেসব ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আবার বিভিন্ন সেবা নিতেও রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার নিয়ম চালু করা হয়েছে।
- বিষয় :
- টিআইএন
- করদাতা
- জাতীয় রাজস্ব বোর্ড
- এনবিআর