লেনদেন আবার ২২শ কোটি টাকা ছাড়াল

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ২২:২৮
শেয়ারবাজার সূচক ও লেনদেনে বড় উত্থান হয়েছে। ২ হাজার কোটি টাকার ওপরে। যদিও বেশিরভাগ শেয়ারের দর কমার ধারা গতকাল বুধবারও অব্যাহত ছিল। সূচক ও লেনদেন বেড়েছে মূলত গুটিকয় শেয়ারে ভর করে। অন্যদিকে, সূচকের ঊর্ধ্বমুখী ধারার বিপরীতে ফ্লোর প্রাইসে নেমে আসা শেয়ার সংখ্যা ফের ১০০টিতে উন্নীত হয়েছে, যা সোমবারও ছিল ৮৩টি।
গতকাল ডিএসইতে ৩৭৬ শেয়ার ও ফান্ডের ২ হাজার ২০১ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের দিন মঙ্গলবার যা ছিল ১ হাজার ৩১৫ কোটি টাকা। গত দুই সপ্তাহে মোট চার কার্যদিবসের লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়াল। এর আগে গত রোববার ২ হাজার ২০০ কোটি ছাড়ায়। গতকাল লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির ৯০৭ কোটি টাকার বেশি শেয়ার কেনাবেচা হয়, যা মোটের সোয়া ৪১ শতাংশ। লেনদেনে শীর্ষ ২০ শেয়ারের অংশ ছিল মোটের প্রায় সাড়ে ৫৫ শতাংশ। একক খাত হিসেবে ওষুধ ও রসায়ন খাতে ৬২৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়, যা মোটের ২৮ দশমিক ৩৪ শতাংশ।
গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৩৭৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত ছিল ৯২টির দর। ব্যাংক, জ্বালানি ও বিদ্যুৎ, ওষুধ ও রসায়ন এবং সিমেন্ট খাতের বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। বিপরীতে আর্থিক প্রতিষ্ঠান, বীমা, বস্ত্র, তথ্যপ্রযুক্তিসহ অন্য অধিকাংশ খাতের বেশিরভাগ শেয়ার দর হারিয়েছে।
প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বেড়ে ৬৫৪৭ পয়েন্টে উঠেছে। সূচকের এ অবস্থান গত ১২ মের পর সর্বোচ্চ। ওই দিন সূচকের সর্বশেষ অবস্থান ছিল ৬৫৬৫ পয়েন্টে। গতকাল অবশ্য লেনদেন শুরুর পৌনে দুই ঘণ্টা পর সূচকটি ১০১ পয়েন্ট বেড়ে ৬৫৭২ পয়েন্ট ছাড়ায়।
পর্যালোচনায় দেখা গেছে, সূচকের এ উত্থানে বড় ভূমিকা রেখেছে ওষুধ ও রসায়ন খাত। এ খাতের লেনদেন হওয়া ৩১ কোম্পানির শেয়ারের মধ্যে ২৬টির দর বেড়েছে এবং কমেছে তিনটির। এরপর খাতটি সূচকে যোগ করেছে প্রায় ৪৯ পয়েন্ট। একক কোম্পানি হিসেবে বিকন ফার্মা এবং বেক্সিমকো ফার্মার দরবৃদ্ধি অন্তত ৩১ পয়েন্ট যোগ করেছে। এ ছাড়া ওরিয়ন ফার্মা, এক্মি ল্যাব, ইবনে সিনা, কহিনূর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন এবং এসিআই ফর্মুলেশনের দরবৃদ্ধিও সূচকে উল্লেখযোগ্য পয়েন্ট যোগ করে। এ খাতের বাইরে বেক্সিমকো লিমিটেড, ইসলামী ব্যাংক, লাফার্জ-হোলসিম সিমেন্ট, এমজেএল বাংলাদেশ, বিএসআরএম লিমিটেড এবং পাওয়ার গ্রিড উল্লেখযোগ্য প্রায় ২৩ পয়েন্ট যোগ করেছে।
- বিষয় :
- শেয়ারবাজার