ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

এবার টেন্ডার ছাড়া কেনা হচ্ছে মসুর ডাল

এবার টেন্ডার ছাড়া কেনা হচ্ছে মসুর ডাল

প্রতীকী ছবি

শেখ আবদুল্লাহ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ২১:৫১ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ২১:৫১

আবারও টেন্ডার বা দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য পণ্য কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এবার ১ কোটি ৯৫ লাখ লিটার সয়াবিন তেল ও ১৫ হাজার টন মসুর ডাল কেনা হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে। এসব পণ্য স্থানীয় সরবরাহকারীদের থেকে সংগ্রহ করা হবে। একই সঙ্গে স্থানীয় সরবরাহকারীদের থেকে দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে ৩০ লাখ টন সয়াবিন তেল। এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য আজ বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত মাসে প্রথমবার বিদেশি প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর আগে দেশীয় প্রতিষ্ঠান থেকে বাণিজ্য মন্ত্রণালয় সরাসরি ক্রয় পদ্ধতিতে সয়াবিন তেল কিনেছে। আর দুই বছর আগে পেঁয়াজ সংকটের সময় বিদেশি কোম্পানি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে মসলা জাতীয় পণ্যটি কেনা হয়েছিল।

টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির পক্ষে প্রস্তাবটি সরকারি ক্রয়-সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য বৈঠকে উপস্থাপন করছে। বর্তমানে সরকার সারাদেশের ১ কোটি দরিদ্র পরিবারকে টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে সয়াবিন তেল, মসুর ডালসহ কয়েকটি পণ্য সরবরাহ করছে। একটি কার্ডের বিপরীতে একবারে ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি করে মসুর ডাল দেওয়া হয়। ফলে প্রতিবার টিসিবির বিক্রিতে ২ কোটি লিটার তেলের প্রয়োজন হচ্ছে। একইভাবে ২০ হাজার টন মসুর ডাল লাগে।

এই ব্যাপক পরিমাণে তেল ও ডাল অভ্যন্তরীণ বাজার থেকে এই মুহূর্তে সংগ্রহ করলে বাজারে সরবরাহে টান পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, সরকার টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করায় নিম্ন আয়ের মানুষ সরাসরি সুবিধা পাচ্ছে। আবার বাজারে চাহিদা কম থাকায় বাজারও স্থিতিশীল রাখতেও এ উদ্যোগ প্রভাবিত করছে। কিন্তু সরকার এসব পণ্য স্থানীয় বাজার থেকে সংগ্রহ করলে তা বাজারের সরবরাহ বাধাগ্রস্ত করতে পারে। তবে সরবরাহকারীরা আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করে দিলে সেটি ইতিবাচক প্রভাব ফেলবে। এজন্য কেনাকাটার শর্তে আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করে সরবরাহ করার শর্ত রাখা যেতে পারে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এক পর্যালোচনায় দেখা গেছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হলে কম দামে পণ্য পাওয়া যায়। সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান সমকালকে বলেন, দ্রুত সরবরাহ নিশ্চিত করার জন্য স্থানীয় পর্যায় থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হয়েছে। কিন্তু চাহিদার তুলনায় কিছুটা ঘাটতি থাকায় স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হচ্ছে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা পড়তে পারে।

অন্যান্য এজেন্ডা :ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আজকের বৈঠকে খাদ্য মন্ত্রণালয় ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল কেনার প্রস্তাব তুলছে। জানা গেছে, ভারত থেকে জিটুজি ভিত্তিতে এ চাল আমদানি করা হবে। এ ছাড়া কৃষি মন্ত্রণালয় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৫০ হাজার টন মিউরেট অব পটাশ বা এমওপি সার আমদানির অনুমোদনের প্রস্তাব তুলেছে। একই সঙ্গে মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদনের জন্য উঠছে আজকের সভায়। কানাডা ও মরক্কো থেকে সার আমদানির বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চুক্তি রয়েছে।

আরও পড়ুন

×