ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

অপসারিত এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় উত্তরা ফাইন্যান্স

অপসারিত এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় উত্তরা ফাইন্যান্স

উত্তরা ফাইন্যান্সের অপসারিত এমডি এসএম শামসুল আরেফিন- সংগৃহীত ছবি

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২ | ২২:০২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ | ২২:০২

উত্তরা ফাইন্যান্সের অপসারিত এমডি এসএম শামসুল আরেফিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত এমডি মুন রানী দাস দুদক চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছেন। বিভিন্ন অনিয়ম ও আমানতকারীদের জন্য ক্ষতিকর কাজে সম্পৃক্ততার দায়ে গত জুনে শামসুল আরেফিনকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় বার্ষিক হিসাব বিবরণীতে তিন হাজার ৪৪০ কোটি টাকার হিসাবে গরমিল পাওয়া যায়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠানের নিরীক্ষায়ও নানা অনিয়ম পাওয়া যায়। সে আলোকে গত ২৩ জুন শামসুল আরেফিনকে অপসারণ করা হয়।

দুদকে পাঠানো উত্তরা ফাইন্যান্সের চিঠিতে বলা হয়েছে, শামসুল আরেফিনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্সের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠান রহমান রহমান হকের বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে। তাঁর বিরুদ্ধে দুদকের পরিদর্শন চলমান।

whatsapp follow image

আরও পড়ুন

×