দাম বাড়ল জেট ফুয়েলের
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ০৯:২২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ০৯:৩৩
অভ্যন্তরীণ গন্তব্যের জন্য উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম ৫ টাকা বাড়িয়ে প্রতি লিটার ১৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গতকাল বুধবার থেকে নতুন এই দাম কার্যকর হয়।
সর্বশেষ সেপ্টেম্বরে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম হয়েছে ১ ডলার।
এর আগে গত জুন মাসে ছিল লিটারপ্রতি ১১১ টাকা, জুলাইয়ে বাড়িয়ে তা ১৩০ টাকা করা হয়। পরের মাস আগস্টে কমিয়ে ১২৭ এবং সেপ্টেম্বরে আরও কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করে বিপিসি।
প্রসঙ্গত, প্রতি মাসেই বিপিসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে জেট ফুয়েলের দাম সমন্বয় করে থাকে।