ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

জিএসপি পুনর্বহাল নিয়ে ডিসেম্বরে আলোচনা

জিএসপি পুনর্বহাল নিয়ে ডিসেম্বরে আলোচনা

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইউএস ট্রেড শোর উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদসহ অতিথিরা সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ২২:১৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় বাণিজ্যিক এবং উন্নয়ন সহযোগী। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে। এ সুযোগ কাজ লাগাতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে স্থগিত জিএসপি ফেরত পাওয়ার শর্ত পূরণ করেছে বাংলাদেশ। আগামী ডিসেম্বরে টিকফা বৈঠকে জিএসপি পুনর্বহাল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে।

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত '২৮তম ইউএস ট্রেড শো-২০২২' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
বাণিজ্যমন্ত্রী বলেন, গত ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ প্রায় ১০ বিলিয়ন ৪১ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। অন্যদিকে, প্রায় ৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। তিনি জ্বালানি, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, কৃষি বাণিজ্য, আইসিটি, শিক্ষা, পর্যটন খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান।

এর আগে বাণিজ্যমন্ত্রী এবং ঢাকায় সফররত আসিস্ট্যান্ট সেক্রেটারি অব কমার্স ফর গ্লোবাল মার্কেট অ্যান্ড ডিরেক্টর জেনারেল অব দি ইউএস অ্যান্ড ফরেন কমার্শিয়াল সার্ভিসের মহাপরিচালক অরুণ ভেনকাটারাম্যান যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল সার্ভিসের ঢাকা অফিসের উদ্বোধন করেন। পরে এক সংবাদ সম্মেলনে অরুণ ভেনকাটারাম্যান বলেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার হবে। যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর কথা ভাবছে, তাদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ অফিস।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অরুণ ভেনকাটারাম্যান বলেন, বাংলাদেশে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করতে এক সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। এর আওতায় রয়েছে শ্রমিক সংগঠনসহ সার্বিক পরিবেশে উন্নয়নসহ নানা পরিকল্পনা। এ সময় বাংলাদেশে আইনের শাসন ও স্বচ্ছতার ওপরও জোর দেন তিনি।

whatsapp follow image

আরও পড়ুন

×