ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

শেয়ারবাজার

দুই সপ্তাহে ৭০% দর বেড়েছে জেনেক্সের

দুই সপ্তাহে ৭০% দর বেড়েছে জেনেক্সের

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ | ২২:৪৯

নানা ঘটনায় সার্বিক শেয়ারবাজার টালমাটাল অবস্থার মধ্যে থাকলেও তথ্যপ্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিসের দর বাড়ছে দ্রুতগতিতে। মাত্র দুই সপ্তাহে শেয়ারপ্রতি দর ৪৮ টাকা বা ৭০ শতাংশ বেড়ে ১১৬ টাকায় উন্নীত হয়েছে। এর আগে ২০২১ সালের শেষ সাত মাসে শেয়ারটির দর ৫৪ থেকে ১৮৩ টাকা ছাড়িয়েছিল। জেনেক্সের শেয়ার নিয়ে কারসাজির সন্দেহ করছেন বাজারসংশ্নিষ্টরা।

জেনেক্স ইনফোসিস সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের ইএফডি মেশিন সরবরাহের কাজ পেয়েছে। এ খবর প্রকাশের আগেই কোম্পানিটির দর বাড়তে থাকে। জেনেক্সে ভর করে একদিন বিরতি দিয়ে ফের লেনদেনের শীর্ষে উঠে এসেছে তথ্যপ্রযুক্তি খাত। যদিও বুধবার এ খাতের তালিকাভুক্ত ১১ কোম্পানির মধ্যে আটটির দর কমেছে। একটি কোম্পানির কোনো কেনাবেচাই হয়নি। সার্বিকভাবে অন্য সব খাতের অধিকাংশ শেয়ারের দর কমেছে। এতে সূচকের পতন হয়েছে। আর লেনদেন কমেছে পৌনে ৫০০ কোটি টাকারও বেশি।

গতকাল প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৩৮৯ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৫৬টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে মাত্র ৩৪টির দর বেড়েছে, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত ছিল ২১৮টির দর। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ৩৪ পয়েন্ট হারিয়ে ৬৩৫০ পয়েন্টে নেমেছে। ডিএসইতে ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২১৭ কোটি ২৩ লাখ টাকার লেনদেন নিয়ে খাতওয়ারি লেনদেনের শীর্ষে ছিল অপেক্ষাকৃত ছোট খাত তথ্যপ্রযুক্তি।

সর্বাধিক ১২৫ কোটি ৯২ লাখ টাকার লেনদেন নিয়ে শীর্ষে ছিল জেনেক্স ইনফোসিস, যা একক কোম্পানি হিসেবে ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ১২ শতাংশ। দুই সপ্তাহে ৪৮ টাকা দর বাড়লেও গত হিসাব বছরের জন্য কোম্পানিটির পর্ষদ শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি ১ টাকা ১০ পয়সা করে নগদ লভ্যাংশ এবং প্রতি ১০০ শেয়ারের বিপরীতে দুটি বোনাস শেয়ার দেওয়ার সুপারিশ করেছেন।

শেয়ারবাজারসংশ্নিষ্টরা জানান, জেনেক্সসহ আরও কয়েকটি শেয়ারের দরবৃদ্ধির নেপথ্যে কারসাজি চক্রের হাত রয়েছে বলে শোনা যাচ্ছে। শুধু তদন্তকালীনই ৩০ থেকে ৫০ কোটি টাকা মুনাফা করার তথ্য পাওয়ার পরও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সাম্প্রতিক সময়ে কয়েকটি কারসাজির ঘটনায় নামমাত্র জরিমানা করেছে। এতে কারসাজির সঙ্গে সম্পৃক্তরা কোনো ক্ষতি দেখছেন না। এ কারণে কারসাজি থামছে না।

আরও পড়ুন

×