শেয়ারবাজার
লেনদেন ও সূচকের ওঠানামা নিয়ন্ত্রণে গুটিকয় শেয়ার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ১২:০০
ক্রমেই সংকুচিত হয়ে আসছে শেয়ারবাজার। একের পর এক শেয়ার ফ্লোর প্রাইসে নেমে আসায় সার্বিক লেনদেন কমছে। হাতেগোনা কয়েকটি শেয়ারে ভর করে পুরো লেনদেন আবর্তিত হচ্ছে। এর বাইরে অল্প কিছু শেয়ারের দরের ওঠানামা মূল্যসূচককে ব্যাপকভাবে প্রভাবিত করছে।
গতকাল সোমবার দেশের বর্তমানে প্রধান শেয়ারবাজার ডিএসইতে ২৮৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হলেও শীর্ষ ২০ শেয়ারের লেনদেন ছিল মোটের ৭০ শতাংশের বেশি। প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৩৪ পয়েন্ট। এর মধ্যে বিকন ফার্মা, ওরিয়ন ফার্মাসহ ১০ শেয়ারের পতনে সূচক হারায় প্রায় ২৫ পয়েন্ট। ডিএসইর এ সূচকে অন্তর্ভুক্ত শেয়ার রয়েছে মোট ৩৪০টি।
এদিকে দরপতনে ফ্লোর প্রাইসে নেমে আসা শেয়ার ৩১২টিতে উন্নীত হয়েছে, যা তালিকাভুক্ত মোট শেয়ারের প্রায় ৮১ শতাংশ। গত ৩১ জুলাই কার্যকরের পর নতুন রেকর্ড। বর্তমানে তালিকাভুক্ত মোট শেয়ার ও মিউচুয়াল ফান্ড ৩৯০টি। এজিএম-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ১১ শেয়ারের লেনদেন স্থগিত ছিল গতকাল। বাকি ৩৭৯টির মধ্যে ৯০টি কোনো লেনদেনই হয়নি। লেনদেন হওয়া ২৮৯ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ১০টির দর বেড়েছে, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত বা ফ্লোর প্রাইসে কেনাবেচা হয় ২০৬ শেয়ার। গতকাল এ বাজারে ৪১৬ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে।
বাজার-সংশ্নিষ্টরা জানান, সিংহভাগ শেয়ারের দর ফ্লোর প্রাইসে নেমে আসায় অধিকাংশ বিনিয়োগকারী নিষ্ফ্ক্রিয় হয়ে পড়েছেন। যাঁদের নতুন করে বিনিয়োগ করার সক্ষমতা আছে, তাঁরাও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকায় আগ্রহী হচ্ছেন না।
লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, লেনদেনের শীর্ষে থাকা জেনেক্স ইনফোসিসের প্রায় ৪৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের সাড়ে ১০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা বসুন্ধরা পেপার মিলসের ৪০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেন হওয়া ২৮৯ শেয়ারের মধ্যে এ দুই শেয়ারের কেনাবেচার পরিমাণ ছিল মোটের ২২ শতাংশ। লেনদেন শীর্ষ ১০ শেয়ারের ২১৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোটের প্রায় ৫২ শতাংশ। শীর্ষ ২০ শেয়ারের লেনদেন ছিল ২৯৪ কোটি টাকা বা মোটের ৭০ শতাংশ। লেনদেনের ওপরের দিকে থাকা ৫০ শেয়ারের লেনদেন ছিল মোটের ৯১ দশমিক ৪৪ শতাংশ।
গতকাল ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট হারিয়ে ৬১৯৮ পয়েন্টের নিচে নেমেছে। শুধু বিকন ফার্মার কারণে সূচক কমেছে প্রায় ৯ পয়েন্ট। ওরিয়ন ফার্মার কারণে কমেছে পৌনে ৩ শতাংশ। খাতওয়ারী হিসেবে ওষুধ ও রসায়ন খাতের কারণে সূচক হারিয়েছে ১৫ পয়েন্ট।
গতকাল সোমবার দেশের বর্তমানে প্রধান শেয়ারবাজার ডিএসইতে ২৮৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হলেও শীর্ষ ২০ শেয়ারের লেনদেন ছিল মোটের ৭০ শতাংশের বেশি। প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৩৪ পয়েন্ট। এর মধ্যে বিকন ফার্মা, ওরিয়ন ফার্মাসহ ১০ শেয়ারের পতনে সূচক হারায় প্রায় ২৫ পয়েন্ট। ডিএসইর এ সূচকে অন্তর্ভুক্ত শেয়ার রয়েছে মোট ৩৪০টি।
এদিকে দরপতনে ফ্লোর প্রাইসে নেমে আসা শেয়ার ৩১২টিতে উন্নীত হয়েছে, যা তালিকাভুক্ত মোট শেয়ারের প্রায় ৮১ শতাংশ। গত ৩১ জুলাই কার্যকরের পর নতুন রেকর্ড। বর্তমানে তালিকাভুক্ত মোট শেয়ার ও মিউচুয়াল ফান্ড ৩৯০টি। এজিএম-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ১১ শেয়ারের লেনদেন স্থগিত ছিল গতকাল। বাকি ৩৭৯টির মধ্যে ৯০টি কোনো লেনদেনই হয়নি। লেনদেন হওয়া ২৮৯ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ১০টির দর বেড়েছে, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত বা ফ্লোর প্রাইসে কেনাবেচা হয় ২০৬ শেয়ার। গতকাল এ বাজারে ৪১৬ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে।
বাজার-সংশ্নিষ্টরা জানান, সিংহভাগ শেয়ারের দর ফ্লোর প্রাইসে নেমে আসায় অধিকাংশ বিনিয়োগকারী নিষ্ফ্ক্রিয় হয়ে পড়েছেন। যাঁদের নতুন করে বিনিয়োগ করার সক্ষমতা আছে, তাঁরাও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকায় আগ্রহী হচ্ছেন না।
লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, লেনদেনের শীর্ষে থাকা জেনেক্স ইনফোসিসের প্রায় ৪৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের সাড়ে ১০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা বসুন্ধরা পেপার মিলসের ৪০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেন হওয়া ২৮৯ শেয়ারের মধ্যে এ দুই শেয়ারের কেনাবেচার পরিমাণ ছিল মোটের ২২ শতাংশ। লেনদেন শীর্ষ ১০ শেয়ারের ২১৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোটের প্রায় ৫২ শতাংশ। শীর্ষ ২০ শেয়ারের লেনদেন ছিল ২৯৪ কোটি টাকা বা মোটের ৭০ শতাংশ। লেনদেনের ওপরের দিকে থাকা ৫০ শেয়ারের লেনদেন ছিল মোটের ৯১ দশমিক ৪৪ শতাংশ।
গতকাল ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট হারিয়ে ৬১৯৮ পয়েন্টের নিচে নেমেছে। শুধু বিকন ফার্মার কারণে সূচক কমেছে প্রায় ৯ পয়েন্ট। ওরিয়ন ফার্মার কারণে কমেছে পৌনে ৩ শতাংশ। খাতওয়ারী হিসেবে ওষুধ ও রসায়ন খাতের কারণে সূচক হারিয়েছে ১৫ পয়েন্ট।
- বিষয় :
- শেয়ারবাজার
- ফ্লোর প্রাইস