ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

সেরা করপোরেট অ্যাওয়ার্ড দেবে আইসিএমএবি

সেরা করপোরেট অ্যাওয়ার্ড দেবে আইসিএমএবি

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ | ০০:৩৩

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) 'সেরা করপোরেট অ্যাওয়ার্ড' দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আইসিএমএবির সভাপতি মো. মামুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আজিজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন খাতে সেরা পারফরম্যান্সের কোম্পানিকে স্বীকৃতি দিতে আগামী ১ ডিসেম্বর এ অ্যাওয়ার্ড দেওয়া হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড হস্তান্তর করবেন। ১৭টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হচ্ছে- ন্যাশনালাইজ কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন), নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সাধারণ বীমা, জীবনবীমা, ফার্মাসিউটিক্যালস, সিমেন্ট, টেক্সটাইল, বহুজাতিক কোম্পানি, অন্যান্য ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ উৎপাদন, তেল, গ্যাস ও শক্তি, এনজিও, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, ট্রেডিং অ্যান্ড অ্যাসেম্বলি এবং আইটি ও টেলিকমিউনিকেশন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনস্টিটিউটের সেক্রেটারি একেএম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মো. আলী হায়দার চৌধুরী, সাবেক সাফা প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন প্রমুখ।

আরও পড়ুন

×