ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

বিমান পরিবহন খাত

লুব্রিকেন্ট আমদানি নিয়ে ঢাকায় সেমিনার

লুব্রিকেন্ট আমদানি নিয়ে ঢাকায় সেমিনার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ০৯:৪৬ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ | ০৯:৪৬

বিমান পরিবহন খাতের লুব্রিকেন্ট আমদানি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। সেমিনারে দুবাই, ভারত, সিঙ্গাপুর ও নেদারল্যান্ডস থেকে এভিওপ্রো এবং শেলের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশে এভিওপ্রো ট্রেডিং এলএলসির স্থানীয় প্রতিনিধি অস্কার এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট জোয়ারদার শাহরিয়ার কাশেমের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডিজিডিপি, এয়ার ফোর্স, নৌবাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, নেপট এয়ার, ফ্লাই ঢাকাসহ বিভিন্ন এয়ারলাইন্স সংস্থার কর্মকর্তারা। সেমিনারে লুব্রিকেন্ট পণ্যের আমদানি বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

জোয়ারদার শাহরিয়ার কাশেম জানান, তাঁরা হানিওয়েল অ্যারোস্পেস, গুডইয়ার এভিয়েশন টায়ার, টিসকা-এভিয়েশন কার্পেট, রোহি-ফ্যাব্রিক, অ্যাঙ্কর-এভিয়েশন কার্পেট, নরডিস্ক-এভিয়েশন প্রোডাক্ট, ওশিনো ল্যাম্পস লিমিটেড, লিগ্যাসি অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্সসহ অন্যান্য কোম্পানির প্রতিনিধিত্ব করেন।

whatsapp follow image

আরও পড়ুন

×