ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

অবশেষে শেয়ারদরে ফ্লোর প্রাইস তোলা শুরু, বিএসইসির আদেশ জারি

অবশেষে শেয়ারদরে ফ্লোর প্রাইস তোলা শুরু, বিএসইসির আদেশ জারি

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৭:০৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৭:০৬

অবশেষে কিছু শেয়ারের বেঁধে দেওয়া সর্বনিম্ন বাজার দর বা ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রাথমিকভাবে তালিকাভুক্ত ৩৯০ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬৯টির ফ্লোর প্রাইস তুলে নিয়েছে। আজ বুধবার বিকেলে এক আদেশে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে বিএসইসি। আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা বলেছে এ সংস্থা। তবে আজ লেনদেন শেষে আদেশটি জারি করায় কার্যত আগামীকাল বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে।

ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলেও ১৬৯ শেয়ারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সার্কিট ব্রেকারের নিয়ম কার্যকর হবে না। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব শেয়ারে নিচের সার্কিট ব্রেকার হবে সর্বোচ্চ ১ শতাংশ। অর্থাৎ ফ্লোর প্রাইস তুলে দেওয়া ১৬৯ শেয়ার ও মিউচুয়াল ফান্ড আগের দিনের ক্লোজিং প্রাইসের তুলনায় সর্বোচ্চ ১ শতাংশ কমে কেনাবেচা করা যাবে। তবে দরবৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক সার্কিট ব্রেকারের হার কার্যকর হবে। অর্থাৎ শেয়ারের দর অনুযায়ি সর্বোচ্চ ১০ শতাংশ বেশিতে কেনাবেচা করা যাবে।

অব্যাহত দরপতনের প্রেক্ষাপটে গত ২৮ জুলাই সব শেয়ারের দরে দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইস আরোপ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, যা কার্যকর হয় গত ৩১ জুলাই। ফ্লোর প্রাইস আরোপের পর সব শেয়ারের দরপতন বন্ধ হলেও লেনদেন ব্যাপক হারে হ্রাস পায়। এর নিয়ে অস্বস্তি ছিল ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর মধ্যে। 

শুরুতে অনেক বিনিয়োগকারী ফ্লোর প্রাইসের পক্ষে থাকলেও পরে ক্রমে ফ্লোর প্রাইসের বিপক্ষে জনমত বেড়েছে।

আজ যেসব শেয়ারের ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে, এর প্রায় সবই দুর্বল মৌলভিত্তির শেয়ার এবং বাজার মূল্য সূচকে এসব শেয়ারের প্রভাব খুবই কম।

ব্যাপক দরপতনের মুখে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি প্রথমবারের মত সব শেয়ারের দরে ফ্লোর প্রাইস আরোপ করেছিল বিএসইসি। ওই ফ্লোর প্রাইস গত বছরের ১১ এপ্রিল ৬৬ শেয়ারের ওপর থেকে তুলে নেয় বিএসইসি। অবশ্য তখনও ফ্লোর প্রাইস তুলে নেওয়া শেয়ারের দরে নিচের সার্কিট ব্রেকার সর্বোচ্চ ২ শতাংশ বেধে দিয়েছিল।

এর পর দ্বিতীয় দফায় ৩ জুন ৩০টি এবং ১৭ জুন বাকি সব শেয়ারের দরের ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছিল।

whatsapp follow image

আরও পড়ুন

×