আট কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করল নগদ

নগদের আট কােটি গ্রাহকের মাইলফলক অর্জন উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর তামিম ইকবালসহ অন্যরা ফটাে রিলিজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৮:০০
মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর গ্রাহক আট কোটি হয়েছে। সেবা শুরুর মাত্র চার বছরের মধ্যে প্রতিষ্ঠানটি এ মাইলফলক অর্জন করল।
তামিম ইকবাল বলেন, ‘আমি নগদ পরিবারেরই একজন সদস্য। নগদের একজন হয়ে ওঠার আগে থেকেই আমি এ প্রতিষ্ঠানকে অনুসরণ করি। এত কম সময়ে নগদ আট কোটি গ্রাহক অর্জন করেছে, যা বিস্ময়কর ব্যাপার। আশা করি, আরও দ্রুত সময়ের মধ্যে দ্বিগুণ গ্রাহকের পরিবারে পরিণত হবে নগদ।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মোবাইল আর্থিক সেবা নগদের উদ্বোধন করেন। পরের বছরের জানুয়ারিতেই এক কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করে প্রতিষ্ঠানটি। একই বছর আগস্ট মাসে তা দুই কোটিতে পৌঁছায়। ২০২১ সালের মার্চে তিন কোটি এবং এপ্রিলে চার কোটি ও জুনে পাঁচ কোটি গ্রাহকের কোম্পানি হয় নগদ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এটি ছয় কোটি ও ডিসেম্বরে সাত কোটির মাইলফলক পেরিয়ে যায়। চার বছরে নগদ গড়ে প্রতিদিন প্রায় ৫১ হাজার গ্রাহক অর্জন করেছে এবং দৈনিক গড় লেনদেন আনুমানিক ১ হাজার ২০০ কোটি টাকা।
নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘চার বছর ধরে গ্রাহকদের যে ভালোবাসা আমরা পেয়ে আসছি, তা-ই আমাদের উৎসাহিত করছে নিত্যনতুন প্রযুক্তিগত উদ্ভাবন এবং সেবার পরিসীমা বিস্তৃত করতে। আমরা চাই দেশের মানুষের সব আর্থিক লেনদেনকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে। এর মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নতিতে অবদান রাখবে নগদ।’
- বিষয় :
- নগদ