৬ মাসে দেশে আসবে ১৭ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৪:১২ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৪:১২
চীন, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে ৬ মাসে প্রায় ১৭ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২ হাজার ৮৫০ কোটি ৮৭ লাখ টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এ জ্বালানি তেল আমদানি করা হবে।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য ‘বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৩’ এর খসড়া অনুমোদন করেছে । এ কমিটির বৈঠকেও সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, বিপিসির মাধ্যমে বিভিন্ন দেশের ৬টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে ১৬ লাখ ৮০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৮৫০ কোটি ৮৭ লাখ টাকা।
তিনি জানান, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) এলএনজি সংক্রান্ত কার্যক্রমে সহায়তার জন্য লিগ্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োজিত মিস্টার ওয়েস্ট জুনিয়রকে বাড়তি সময়ের জন্য অতিরিক্ত ১৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয় বাড়িয়ে সংশোধিত চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এদিকে টিসিবি’র মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। নাবিল নাবা ফুডসের কাছ থেকে ৭৫ কোটি ৫৯ লাখ টাকায় এ ডাল কেনা হবে। এক্ষেত্রে প্রতি কেজি ডালের দাম পড়ছে ৮৩ টাকা ৫১ পয়সা। এর আগের লটে যা ছিল ৯৪ টাকা ৮৪ পয়সা। এছাড়া সংস্থাটির জন্য ৭৫ লাখ লিটার রাইস ব্রান তেল কেনা হচ্ছে। ১১৭ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে তেল সবরাহ করবে যৌথভাব মজুমদার ব্র্যান্ড ওয়েল প্রোডাক্ট, এগ্রো প্রডাক্ট এবং আলী ন্যাচারাল ওয়েল মিল। একই সঙ্গে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটার ১৫৮ টাকা ৬৭ পয়সা দরে মেঘনা এডিবল অয়েলসের কাছ থেকে ১৩১ কোটি ১৬ লাখ টাকায় কেনা হবে। এর আগের লটে প্রতি লিটারের দাম ছিল ১৬১ টাকা।
অন্যান্য অনুমোদন: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক ষষ্ঠ শ্রেণি, দাখিল ষষ্ঠ শ্রেণি ও কারিগরি ষষ্ঠ শ্রেণির বিনামূল্যে বিতরণের জন্য ৬ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার ৩০৮টি বই কিনছে। এসব বই ৯১টি লটে প্রথম সর্বনিম্ন দরদাতা এবং ৯টি লটে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ২২৮ কোটি ৬৫ লাখ টাকায় মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
৫ হাজার ৫৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পাঁচ ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে ‘ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের ডব্লিউপি-০১ প্যাকেজের নির্মাণকাজ যৌথ উদ্যোগে বাস্তবায়ন করবে চীনের সিএসসিইসি এবং বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স। এতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১৩৭ কোটি ৯৭ লাখ টাকা।
অন্য এক প্রস্তাবের আওতায় ‘বগুড়া (জাহাঙ্গীরাবাদ) নাটোর মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (১ম সংশোধিত)’ প্রকল্পের একটি প্যাকেজের নির্মাণকাজ যৌথভাবে বাস্তবায়ন করার কাজ পেয়েছে মীর হাবিবুল আলম এবং মাহবুব ব্রাদার্স। এতে ব্যয় হবে ১২৫ কোটি ২১ লাখ টাকা।
‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পের একটি প্যাকেজের আওতায় প্রায় আগাই হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া ‘টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া-কাওয়ালীপাড়া-কালামপুর বাসস্ট্যান্ড সড়ক আঞ্চলিক মহাসড়কের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-০৭ প্যাকেজের নির্মাণকাজ যৌথ উদ্যোগে বাংলাদেশের এনডিই এবং এইচটিবিএল’র কাছ থেকে ২৮৬ কোটি টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।