ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

মিজানুর রহমান বাংলাদেশ ব্যাংকের পরিচালক

মিজানুর রহমান বাংলাদেশ ব্যাংকের পরিচালক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ২০:২৯ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ২০:২৯

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মিজানুর রহমান আকন সম্প্রতি পরিচালক (সাবেক জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাঁকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রকল্পে বহাল করা হয়েছে। তিনি ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

তিনি জার্মানির ফ্রাঙ্কফুট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট ও বিআইবিএম পরিচালিত সিইআরএম কোর্স সম্পন্ন করেছেন। পেয়েছেন বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২১।

কর্মজীবনে মিজানুর রহমান খুলনা অফিস, কারেন্সি ম্যানেজমেন্ট, ব্যাংক পরিদর্শন, এফআইসিএসডি, মতিঝিল অফিসে কাজ করেছেন। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×