ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ঢাকায় প্রথম ভিশন সেন্টার খুলবে জাইস

ঢাকায় প্রথম ভিশন সেন্টার খুলবে জাইস

--

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৮:০০

বিশ্বের শীর্ষস্থানীয় ভিশন কেয়ার ব্র্যান্ড জাইস খুব শিগগিরই ঢাকায় প্রথম জাইস ভিশন সেন্টার খুলবে। ১৭৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই জার্মান ব্র্যান্ডটি একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি এন্টারপ্রাইজ, যা অপটিক্স ও অপটোইলেকট্রনিকসের ক্ষেত্রে কাজ করে।

আগামী মাসের শুরুতে রাজধানীর গুলশান এলাকায় এই ভিশন সেন্টারটি চালু হবে।

অপসিস ভিশন কেয়ার লিমিটেড (ওভিসিএল) জাইসের সঙ্গে অংশীদারিত্বে এই ভিশন সেন্টারটি খোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। সার্ক অঞ্চলে এটি হবে চতুর্থ জাইস ভিশন সেন্টার। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×