ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

মেঘনা ব্যাংক ও সফট টেক ইনোভেশনের মধ্যে চুক্তি

মেঘনা ব্যাংক ও সফট টেক ইনোভেশনের মধ্যে চুক্তি

--

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৮:০০

মেঘনা ব্যাংক সম্প্রতি সফট টেক ইনোভেশন লিমিটেড (আমার পে)-এর সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে মেঘনা পে, মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিসেসের গ্রাহকরা ইউটিলিটি বিল পেমেন্ট, ইন্টারনেট বিল, টিউশন ফিসহ অন্যান্য ডিজিটাল বিল পেমেন্ট সেবা আমার পে প্ল্যাটফর্মের মাধ্যমে উপভোগ করতে পারবেন।

মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত এবং মো. ছাদেকুর রহমানের উপস্থিতিতে ব্যাংকের হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ডিভিশন আ. জ. ম. ফয়েজ উল্যাহ্‌ চৌধুরী এবং সফট টেক ইনোভেশনের ব্যবস্থাপনা পরিচালক এ. এম. ইশতিয়াক সারোয়ার চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

আরও পড়ুন

×