এক পরিবারে পরিচালক তিনজনে নামাতে হবে

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৮:০০
কোনো ব্যাংকে এক পরিবার থেকে তিনজনের বেশি পরিচালক থাকলে স্বল্পতম সময়ে পদত্যাগ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। তবে কে পদত্যাগ করবেন, নিজেদেরই তা ঠিক করতে হবে। কোনো ব্যাংক সমঝোতার মাধ্যমে বাড়তি পরিচালক বাদ দিতে না পারলে প্রয়োজনে লটারি করতে হবে। সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের আলোকে গতকাল বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, বর্তমানে বেসরকারি খাতের চারটি ব্যাংকে এক পরিবারের চারজন পরিচালক রয়েছেন। ব্যাংকগুলোর মধ্যে একটি ছাড়া বাকি তিনটির আর্থিক অবস্থা খুবই নাজুক। দুটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ নগদ জমা (সিআরআর) রাখতে ব্যর্থ হচ্ছে। এ ছাড়া বেনামি ঋণ, নামসর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে কমিশন নেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে কোনো কোনো ব্যাংকের বিরুদ্ধে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময় ব্যাংকে পারিবারিক প্রভাব কমানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এবার আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চলমান থাকায় এক পরিবারে পরিচালক সংখ্যা একজন কমানো হয়েছে।
আইন সংশোধন করে একক পরিবার থেকে পরিচালক সংখ্যা সর্বোচ্চ তিনজন করা হলেও নতুনভাবে একটি উপধারা যুক্ত করে তাদের প্রতিষ্ঠানের পক্ষে পরিবারের অতিরিক্ত দু’জনকে পরিচালক হওয়ার সুযোগ রাখা হয়েছে। সংশোধিত আইনে বলা হয়েছে, কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে একক পরিবারের সদস্যের অতিরিক্ত তাঁর স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন অনধিক দুটি প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক থাকতে পারবেন। এ ক্ষেত্রে একক প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে একের বেশি ব্যক্তি পরিচালক হতে পারবেন না।
- বিষয় :
- বাংলাদেশ ব্যাংক
- পরিবার
- পরিচালক