ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

টেলিটকের করপোরেট সেবা নেবে আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়

টেলিটকের করপোরেট সেবা নেবে আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ২১:২১ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ২১:২১

টেলিটকের ইন্টারনেটসহ বিভিন্ন করপোরেট সেবা ব্যবহার করবে ঢাকার আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি টেলিটকের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেলিটক।

এতে বলা হয়, চুক্তির আওতায় টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সেবা দেবে।

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান এবং টেলিটকের পক্ষে অতিরিক্ত মহাব্যবস্থাপক সাইফুর রহমান খান চুক্তিতে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরফে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হামিদুর রহমান খানসহ বিশ্ববিদ্যালয় এবং টেলিটকের কর্মকর্তারা।






আরও পড়ুন

×