- অর্থনীতি
- ক্লেমনের ‘ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস’ প্রতিযোগিতা শুরু
ক্লেমনের ‘ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস’ প্রতিযোগিতা শুরু

ছবি: ক্লেমনের ফেসবুক পেজ থেকে নেওয়া
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অন্যতম জনপ্রিয় ক্লিয়ার বেভারেজ ব্র্যান্ড ক্লেমন 'ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস প্রতিযোগিতার' আয়োজন করেছে।
যে কোনো শিক্ষার্থী এই প্রতিযোগিতায় নিজের ক্যাম্পাস পরিষ্কার রাখার আইডিয়া দিয়ে জিতে নিতে পারেন নগদ ১ লাখ টাকা পুরস্কার।
প্রতিযোগিতার নিয়মাবলি ও তথ্যসহ সকল কার্যক্রম রয়েছে ক্লেমনের ফেসবুক পেজে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করা হলেও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে এই প্রথম এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করেছে ক্লেমন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীদের পদচারণা, আড্ডা, গান আর রাজনৈতিক শ্নোগানে সবসময়েই জমজমাট থাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দোকানগুলো। তবে শিক্ষার্থীদের এসব চায়ের আড্ডায় যে যার মত যেখানে সেখানে ফেলছে চায়ের কাপ, প্লেট, চিপসের প্যাকেটসহ নানা খাবার। বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ফেলার সুনির্দিষ্ট স্থান না থাকায় যেখানে সেখানে ফেলা হচ্ছে আর্বজনা। যা নোংরা ও দূষিত করে তুলেছে পুরো ক্যাম্পাসকে। বিঘ্নিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেও প্রকৃত শিক্ষার বাস্তব প্রয়োগ নেই বললেই চলে। আবার ক্যাম্পাসে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠেছে খাবারের দোকান। এমনকি এসব দোকানের খাবারগুলো স্বাস্থ্যসম্মত ভাবে পরিবেশনও করা হচ্ছে না। এসব বিষয়ে সুষ্ঠু নিয়ম তৈরিতে এবং সচেতনা বাড়াতে ক্লেমন এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
মন্তব্য করুন