দেশের বেভারেজ ব্র্যান্ড ‘স্পিড’-এর আয়োজনে শুরু হচ্ছে দেশের একমাত্র রেকর্ড মেকিং প্ল্যাটফর্ম ‘স্পিড রেকর্ড মাস্টার’। সম্প্রতি প্রতিষ্ঠানটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর হেড অফ মার্কেটিং মোঃ মাইদুল ইসলাম জানান বিষয়টি। এ সময প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উক্ত ইভেন্টের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্পিড বরাবরই তরুণদের ব্র্যান্ড হিসেবে কাজ করে আসছে। দেশের তরুণ সমাজের মধ্যে যে উদ্যম ও নিজেকে ছড়িয়ে দেওয়ার স্পৃহা রয়েছে সে বিষয়কেই সবার সামনে তুলে ধরতে চায় স্পিড। এরই ধারাবাহিকতায় নতুন এই ক্যাম্পেইন।

‘স্পিড রেকর্ড মাস্টার’ ক্যাম্পেইনে সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। তাই শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবে স্পিডের একটি দল। এ সময় সেখানে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ।