- অর্থনীতি
- ব্র্যাক ব্যাংকের সব এটিএম ৩৮ ঘণ্টা বন্ধ থাকবে
ব্র্যাক ব্যাংকের সব এটিএম ৩৮ ঘণ্টা বন্ধ থাকবে

ফাইল ছবি
৩৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে ব্র্যাক ব্যাংকের সব এটিএম বুথ সেবা। এ সময়ে ডেবিট কার্ডের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না গ্রাহক। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এনপিএসবিতে টাকা পাঠানোও যাবে না। তবে এ সময়ে ব্যাংকটির সীমিত শাখা খোলা থাকবে। বিষয়টি অবহিক করে এরই মধ্যে গ্রাহকদের নোটিশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, সর্বাধুনিক ডেবিট কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালুর জন্য ২১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ২৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সেবা বন্ধ থাকবে। এ সময় ডেবিট কার্ড ব্যবহার করে কেউ ই-কমার্স, পয়েন্ট আব সেলস ও এটিএমে লেনদেন করতে পারবেন না। বন্ধ থাকবে সব এটিএম বুথ। ফলে এসময়ে এটিএম বুথ থেকে বিকাশের গ্রাহকরাও টাকা উত্তোলন করতে পারবেন না। এ ছাড়া ইন্টারনেট ব্যাংকিংয়ের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশে (এনপিএসবি) টাকা পাঠানো ও সেলফ রেজিস্ট্রেশন করা যাবে না। বৃহস্পতিবার সকাল ৮টার পর যথারীতি সব সেবা চালু হবে।
সারা দেশে ব্র্যাক ব্যাংকের ৪৫০টিরও বেশি এটিএম বুথ, ১৮৬টি শাখা এবং ৪৫৭টি এসএমই ইউনিট অফিস রয়েছে।
মন্তব্য করুন