করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছুটি চলায় ব্যাংকগুলোর বার্ষিক আর্থিক প্রতিবেদন বা ব্যালেন্সশিট জমা দেওয়ার সময় জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সাধারণভাবে এপ্রিলের পর সময় বাড়ানোর সুযোগ না থাকায় সরকারের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

ব্যাংক কোম্পানি আইনে বলা হয়েছে, ব্যাংকগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বছর শেষ হওয়ার দুই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। তবে শর্ত থাকে যে, বাংলাদেশ ব্যাংক বিবরণী দাখিলের সময়সীমা অনধিক দুই মাস পর্যন্ত বাড়াতে পারবে। ব্যাংক কোম্পানি আইনের এই ধারার কারণে সাধারণভাবে বাংলাদেশ ব্যাংক এপ্রিলের পর আর সময় বাড়াতে পারে না।

বাংলাদেশে ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের সঙ্গে পরামর্শ করে এপ্রিলের মধ্যে বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার জন্য চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হলো।