ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

আর্থিক প্রতিষ্ঠানেও বাড়ল সুদহার

আর্থিক প্রতিষ্ঠানেও বাড়ল সুদহার

Advertisement
Advertisement

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৮:০০

ব্যাংকের পর এবার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেরও সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদের সঙ্গে ৫ শতাংশের পরিবর্তে সাড়ে ৫ শতাংশ যোগ করে সুদহার নির্ধারণ হবে। আর আমানতে যোগ করা যাবে ২ শতাংশের পরিবর্তে আড়াই শতাংশ। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে নির্দেশনা জারি করেছে।
বিভিন্ন শর্ত পূরণ না হওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংস্থাটির পরামর্শে এরই মধ্যে নীতি সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে স্মার্ট বা সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিলের সুদহার বাড়বে। গত সেপ্টেম্বর মাসে স্মার্ট ছিল ৭ দশমিক ২০ শতাংশ। এতে আর্থিক প্রতিষ্ঠানের ঋণে সুদহার হবে ১২ দশমিক ৭০ শতাংশ। আর আমানতে ৯ দশমিক ৭০ শতাংশ।


আরও পড়ুন