- অর্থনীতি
- বাড়ছে মোবাইলে কথা বলার খরচ
বাড়ছে মোবাইলে কথা বলার খরচ

প্রতীকী ছবি
খরচ বাড়ছে মোবাইল ফোনে কথা বলায়। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনে সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে; এতেই খরচ বাড়ছে মোবাইল ফোন ব্যবহাকারীদের।
বৃহস্পতিবার বিকেলে সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট।
মন্তব্য করুন