- অর্থনীতি
- অর্থপাচার ঠেকাতে করারোপের উদ্যোগ
অর্থপাচার ঠেকাতে করারোপের উদ্যোগ

আগামী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থপাচার ঠেকাতে আয়কর অধ্যাদেশে একটি নতুন ধারা সংযোজনের প্রস্তাব করা হয়েছে। এতে পাচারকৃত অর্থের উপর ৫০ শতাংশ হারে কর আরোপ করার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব রাখা হয়েছে।
প্রস্তাবনায় বলা হয়েছে, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ও ভুয়া বিনিয়োগের মাধ্যমে অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগ রয়েছে। এ ধরনের অর্থ পাচার ও কর ফাঁকির বিষয়ে সরকারের অবস্থান কঠোর। এ প্রবণতা ঠেকাতে বিদ্যমান অন্যান্য সব আইনের পাশাপাশি আয়কর অধ্যাদেশে একটি নতুন ধারা সংযোজনের প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী, পাচারকৃত অর্থের উপর ৫০ শতাংশ হারে কর আরোপ করা হবে।
বৃহস্পতিবার বিকেলে সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট।
মন্তব্য করুন