স্থানীয়ভাবে উৎপাদিত সরিষার তেলের ওপর মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব দেন তিনি।

সরিষার তেলের ওপর অর্থমন্ত্রীর মূসক অব্যাহতির ওই প্রস্তাব সংসদে গৃহীত হলে সরিষার তেলের দাম কমবে।

এর আগে সংসদ অধিবেশ শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০২০-২১ অর্থবছরের জন্য মন্ত্রী ৫ লাখ ৬৮ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন।