শেয়ার বাজার চাঙ্গা করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে একথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী বলেন, সরকার পুঁজিবাজারকে গতিশীল ও উজ্জীবিতকরণের লক্ষ্যে ছয়টি স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, এরই মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রুপালি ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পুরনায় তারল্য সংকট দূর করতে বেসরকারি ব্যাংকের বিনিয়োগ বাড়াতে প্রতিটি তফশীলি ব্যাংক কর্তৃক ২০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগকে পুঁজিবাজারে ব্যাংকের মোট বিনিয়োগ হিসাবায়নের আওতাবহির্ভূত রাখার বিধান করা হয়েছে।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরে পুঁজিবাজারকে উৎসাহ প্রদানের জন্য কিছু করা সুবিধা দেওয়া হয়েছে। যেমন- পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত করা হযেছে।

তিনি আরও জানান, একই সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার থেকে পাওয়া লভ্যাংশের ওপর দ্বৈত কর পরিহার করা হয়েছে। মুনাফার কমপক্ষে ৫০ শতাংশ নগদ ডিভিডেন্ট ঘোষণা বাধ্যতামূলক করা হয়েছে।