- অর্থনীতি
- বাজেটের দিনে রেমিট্যান্সে সুখবর
বাজেটের দিনে রেমিট্যান্সে সুখবর

করোনাভাইরাসের সংকটের মধ্যে বাজেটের দিন সুখবর মিলল প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে। অর্থবছরের ২০দিন বাকি থাকতে প্রথমবারের মতো রেমিট্যান্স ১৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চলতি অর্থবছরের শুরু থেকে গত ১০ জুন পর্যন্ত প্রবাসীরা মোট এক হাজার ৭০৬ কোটি টাকা বা ১৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। এর আগে কোনো এক অর্থবছরে এতো অর্থ দেশে আসেনি।
চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে প্রবাসীরা এক হাজার ৬৩৬ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠান। আর জুন মাসের প্রথম ১০ দিনে এসেছে ৭০ কোটি ডলার। এর আগে একবছরে সর্বোচ্চ ১ হাজার ৬৪২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল গত অর্থবছর। চলতি অর্থবছরে ২ শতাংশ হারে প্রণোদনার ফলে রেমিট্যান্স হুহু করে বাড়ছিল। গত ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্সে প্রবৃব্ধি ছিল ২০ দশমিক ২০ শতাংশ। তবে করোনাভাইরাসের সংকট শুরুর পর গত মার্চ, এপ্রিল ও মে মাসে রেমিট্যান্স কমছে। যে কারণে মে পর্যন্ত প্রবৃদ্ধি নেমেছে ৮ দশমি ৭২ শতাংশে।
সাধারণভাবে প্রতি অর্থবছর রেমিট্যান্স বাড়লেও ২০১৩-১৪ অর্থবছরে কমে যায়। এর পরে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে আবার রেমিট্যান্সে পতন হয়। মুলত মোবাইল ব্যাংকিংসহ বিভিল্পু উপায়ে হুন্ডির ফলে এমন অবস্থা হয় বলে বাংলাদেশ ব্যাংক ও সরকারের বিভিন্ন তথ্যে উঠে আসে। এর পর থেকে রেমিট্যান্স বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয। সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরের শুরু থেকে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হয়। এবারও তা অব্যাহত থাকবে বলে বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন।
মন্তব্য করুন