২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৩৪ হাজার ৮৪২ কোটি টাকা পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১ হাজার ৮৬৭ কোটি টাকা বেশি। ২০১৯-২০ অর্থবছরে প্রতিরক্ষা খাতে সংশোধিত বাজেট ছিল ৩২ হাজার ৯৭৫ কোটি টাকা। ওই অর্থবছরে এই খাতে প্রস্তাবিত বাজেট ছিল ৩২ হাজার ৫২০ কোটি টাকা।

প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে রয়েছে- দেশের প্রতিরক্ষা বাহিনীগুলোর ব্যবস্থাপনা, স্থলসীমা, জলসীমা, আকাশসীমা ও সমুদ্রসীমা রক্ষা করা। সেনা, নৌ ও বিমান বাহিনীর আইন ও বিধিবিধান প্রণয়ন, বাজেট ব্যবস্থাপনা, সামরিক ভূমি ব্যবস্থাপনা, মহাকাশ গবেষণা, আবহাওয়া পর্যবেক্ষণ, ক্যাডেট কলেজ সংক্রান্ত বিষয়, এ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত যে কোনো বিষয় তদন্ত করা।