- অর্থনীতি
- দারাজের সঙ্গে হাত মেলাল স্কেচার্স ফুটওয়্যার
দারাজের সঙ্গে হাত মেলাল স্কেচার্স ফুটওয়্যার

ফাইল ছবি
আলিবাবা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ সম্প্রতি হাত মিলিয়েছে স্কেচার্স ফুটওয়্যার কোম্পানির সাথে।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত স্কেচার্স ব্র্যান্ডটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম অ্যাথলেটিক ফুটওয়্যার ব্র্যান্ড যাদের সকল বয়সের মানুষদের জন্য ৩ হাজারেরও বেশি ডিজাইনের জুতা রয়েছে এবং এই বিশাল সংগ্রহটি মূলত ব্যক্তিকে চলতি ফ্যাশন ও গুনগতমানের পণ্য সরবরাহ করে থাকে।
উল্লেখ্য, এই প্রিমিয়াম ব্র্যান্ডটি কর্ণফুলী গ্রুপ কর্তৃক সর্বপ্রথম বাংলাদেশে আনা হয়। আনুষ্ঠানিকভাবে, দারাজই প্রথম ই-কমার্স প্ল্যাটফর্ম যেখানে স্কেচার্স ব্র্যান্ডের জুতা এক্সক্লুসিভাবে পাওয়া যাচ্ছে।
স্কেচার্স ব্র্যান্ডের জুতা সাধারণত ৫ হাজার বা তারও অধিকমূল্য থেকে শুরু হয়।
দারাজের ডি-মলের অধীনে বর্তমানে স্কেচার্সের ৩০টির বেশি ডিজাইনের জুতা পাওয়া যাচ্ছে এবং চলতি মাসের শেষে দিকে আরও নতুন কিছু ডিজাইনের জুতা লাইভ হবে।
দারাজ মলের মাধ্যমে পণ্য কিনলে ক্রেতারা পাচ্ছেন শতভাগ আসল পণ্য এবং ১৪ দিনের মধ্যে ক্রয় করা পণ্য ফেরত দেওয়ার বা রিটার্নের সুবিধা।
দারাজের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ফলে কোম্পানীটি তাদের গ্রাহকদের জন্য আকর্ষণীয় ছাড় এবং অন্যান্য সুবিধা দেবে। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন