- অর্থনীতি
- এলিট ফোর্স টপ-আপে বেঁছে নিলো এসবিজনেসকে
এলিট ফোর্স টপ-আপে বেঁছে নিলো এসবিজনেসকে

করোনাকালে চাকরিজীবীদের কাজ করে যেতে হচ্ছে দেশের এবং কোম্পানির অর্থনৈতিক অবস্থা সচল রাখার জন্য। আর এই সময়ে ব্যবসায়ের প্রয়োজনে ফোনে কথা বলে কাজ করতে হয় বেশিরভাগ সময়। এইচআর এবং অফিস এডমিনদের কাজের অনেকখানি সময় ব্যয় হয় কর্মীদের নাম্বারে ব্যালেন্স রিচার্জের জন্য।
সাধারণত সরাসরি টপ-আপ স্টোর অথবা টেলিকমের মাধ্যমে রিচার্জ করেন অফিস ম্যানেজমেন্ট। কিন্তু এতেও ঝামেলার শেষ নেই। ব্যাংক ট্রান্সফার অথবা বিইএফটিএন ইত্যাদি করাতেও সময় লাগছে প্রচুর।
এলিট ফোর্সে বর্তমানে কাজ করছেন প্রায় ২২ হাজার কর্মী। আর তাই, এইচআর এবং এডমিনের কাজকে আরও সহজ করতে এলিট ফোর্স বেঁছে নিলো এসবিজনেস-কে।
গত ২৩ জুলাই এলিট ফোর্সের অফিসে চুক্তি সই অনুষ্ঠান হয়। সেখানে এসবিজনেসের ভাইস প্রেসিডেন্ট ইসা আবরার এবং এলিট ফোর্সের সিওও মেজর মাকসুদ আদনান ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসবিজনেস ওয়েবসাইটের টপ-আপ ফিচারের মাধ্যমে একজন এডমিন সহজেই কর্মীদের নাম্বারে রিচার্জ করতে পারবেন। এই পোর্টালে যেকোনো টেলিকমের নাম্বারে রিচার্জ করা সম্ভব মাত্র এক ক্লিকেই। শুধু তাই নয়, রিচার্জ অ্যামাউন্টের উপর থাকছে আকর্ষণীয় ক্যাশ-ব্যাক অফার। এই সার্ভিস ব্যবহার করার জন্য আলাদা কোনো চার্জ প্রযোজ্য নয়। এডমিন নিজেই যেকোনো সময় যেকোনো মুহূর্তে রিচার্জ করতে পারবেন।
এলিট ফোর্স ছাড়াও এসবিজনেসের টপ-আপ ফিচার ব্যবহার করছে ফিনিস, ফুড পান্ডা, এপিলিয়ন গ্রুপ, চালডাল ডট কম, মিনা বাজার, শপ আপ, এসকে কার্গোসহ আরও কিছু স্বনামধন্য কোম্পানি। বিস্তারিত জানতে ভিজিট করুন sBusiness.xyz। সংবাদ বিজ্ঞপ্তি
বিষয় : এলিট ফোর্স টপ-আপ এসবিজনেস
মন্তব্য করুন