এ বছর ১৭৭২ কোটি টাকার চিনি আমদানি এস আলম গ্রুপের

শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৮:০০
এস আলম গ্রুপ ২০২৩ সালে প্রায় ৩ লাখ ২৪ হাজার ৫০০ টন চিনি আমদানি করেছে, যার বাজারমূল্য প্রায় ১৬ কোটি ১০ লাখ ৫৩ হাজার মার্কিন ডলার বা ১ হাজার ৭৭২ কোটি টাকার বেশি। গতকাল গ্রুপের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত তিন বছরে এস আলম গ্রুপের চিনি আমদানির পরিমাণ ১০ লাখ ৫৬ হাজার ৫০০ টনের বেশি, যার বাজারমূল্য প্রায় ৫১ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ৫ হাজার ৬৩৫ কোটি টাকারও বেশি। বর্তমান চিনির দেশীয় বাজারে আমদানি চাহিদার ৩৫ শতাংশ পূরণ করে থাকে এস আলম গ্রুপ, যা ভবিষ্যতে ৪০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এস আলম গ্রুপ ভোক্তাদের কথা বিবেচনা করে প্রতিবছর চিনি আমদানিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে।