ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

এ বছর ১৭৭২ কোটি টাকার চিনি আমদানি এস আলম গ্রুপের

এ বছর ১৭৭২ কোটি টাকার চিনি আমদানি  এস আলম গ্রুপের

Advertisement
Advertisement

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৮:০০

এস আলম গ্রুপ ২০২৩ সালে প্রায় ৩ লাখ ২৪ হাজার ৫০০ টন চিনি আমদানি করেছে, যার বাজারমূল্য প্রায় ১৬ কোটি ১০ লাখ ৫৩ হাজার মার্কিন ডলার বা ১ হাজার ৭৭২ কোটি টাকার বেশি। গতকাল গ্রুপের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতা মাত্র ১ লাখ ৩২ হাজার ৩৮০ টন। তবে চলতি মৌসুমে উৎপাদন ক্ষমতার মাত্র ১৬ শতাংশ বা ২১ হাজার ৩১৩ টন চিনি উৎপাদন করতে পেরেছে সংস্থাটি, যা মোট চাহিদার দেড় শতাংশের কম। বিপুল পরিমাণে চাহিদা ঘাটতি মেটাতে উল্লেখযোগ্য অবদান রাখছে ব্যবসায়িক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ।

গত তিন বছরে এস আলম গ্রুপের চিনি আমদানির পরিমাণ ১০ লাখ ৫৬ হাজার ৫০০ টনের বেশি, যার বাজারমূল্য প্রায় ৫১ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ৫ হাজার ৬৩৫ কোটি টাকারও বেশি। বর্তমান চিনির দেশীয় বাজারে আমদানি চাহিদার ৩৫ শতাংশ পূরণ করে থাকে এস আলম গ্রুপ, যা ভবিষ্যতে ৪০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এস আলম গ্রুপ ভোক্তাদের কথা বিবেচনা করে প্রতিবছর চিনি আমদানিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে।

আরও পড়ুন