সাউথইস্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষর

--
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৮:০০
বাংলাদেশ ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটির অধীনে ইউএস ডলারের মাধ্যমে রপ্তানিমুখী গ্রাহকদের ঋণ সুবিধা প্রদানের জন্য সাউথইস্ট ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা এবং সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন চুক্তি স্বাক্ষর করেন।