চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাউন হল মিটিং

--
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৮:০০
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের শাখাগুলোর ম্যানেজার, ম্যানেজার অপারেশন্স ও উপশাখা ইনচার্জদের নিয়ে দিনব্যাপী টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশগ্রহণ করেন।