ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

শেয়ার সূচক বাড়লেও লেনদেনে পড়তি ধারা

শেয়ার সূচক বাড়লেও লেনদেনে পড়তি ধারা

Advertisement
Advertisement

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৮:০০

কয়েক দিনের ধারাবাহিক পতনের পর গতকাল মঙ্গলবার উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারের দর বেড়েছে। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৬২৪৭ পয়েন্টে উঠেছে। তবে লেনদেনের উন্নতি নেই। আগের কয়েক দিনের মতো লেনদেনে ব্লক মার্কেটের বড় প্রভাব দেখা গেছে।

প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেন হওয়া ২৮৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২৪টির দর বেড়েছে। বিপরীতে ১৮টির দর কমেছে, অপরিবর্তিত থেকেছে ১৪১টির দর। ক্রেতার অভাবে এদিনও ১০৯ কোম্পানির একটি শেয়ারও কেনাবেচা হয়নি। পর্যালোচনায় দেখা যায়, গতকালের দরবৃদ্ধিতে বীমা খাতের একক প্রাধান্য ছিল। দরবৃদ্ধির শীর্ষ ২০ শেয়ারের মধ্যে ১২টিই ছিল এ খাতের। বীমা খাতের লেনদেন হওয়া ৫২ শেয়ারের মধ্যে ৪৮টির দর বেড়েছে। একক কোম্পানি হিসেবে প্রায় ১০ শতাংশ দর বেড়ে শীর্ষে ছিল ইস্টার্ন ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

শেয়ারদর বাড়লেও লেনদেনে উন্নতি নেই। গতকাল ৩৭২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর পৌনে ৮২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয় ব্লকে। ব্লক মার্কেটের লেনদেন নিয়ে ইসলামী ব্যাংক ছিল লেনদেনের শীর্ষে। গতকাল ৩০ টাকা ৬০ পয়সা দরে ব্যাংকটির ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজারের বেশি শেয়ার মোট ৪২ কোটি ৩৭ লাখ টাকায় কেনাবেচা হয়েছে। সোমবারও পৌনে ৩৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল। এসব শেয়ারের ক্রেতা দুবাইভিত্তিক বিটিএ ওয়েলথ নামের একটি প্রতিষ্ঠান।

বেস্ট হোল্ডিংসের আইপিও: এদিকে বহুল আলোচিত বেস্ট হোল্ডিংস কোম্পানিকে আইপিওর বুক বিল্ডিং পদ্ধতিতে ৩৫০ কোটি টাকার মূলধন সংগ্রহের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ কোম্পানির অধীনে আছে ঢাকার পাঁচতারকা মানের হোটেল লা মেরিডিয়ান ও বেস্ট হোটেলস।

কোম্পানিটির সম্পদের প্রকৃত মূল্য ও বিনিয়োগ নিয়ে নানা প্রশ্ন থাকা সত্ত্বেও ২০২১ সালে কোম্পানিটিকে সরাসরি তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছিল ডিএসই। এ তথ্য জেনে ১৬ ডিসেম্বর সাধারণ ছুটির দিনে বিএসইসি জরুরি সভা ডেকে এ প্রক্রিয়ায় বেস্ট হোল্ডিংসকে তালিকাভুক্ত করায় নিষেধাজ্ঞা দেয়।

তখন আটকালেও সম্প্রতি আইপিও আইনের বিশেষ কয়েকটি ধারা পরিপালন থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিএসইসি। এতে কোম্পানিটি আইপিওর আগে প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার ইস্যুর সুযোগ পেয়েছে। যদিও অন্য কোনো কোম্পানি এ সুযোগ পায় না।

আরও পড়ুন