ওয়ালটনের এমডির পদ ছাড়লেন গোলাম মুর্শেদ
গোলাম মুর্শেদ। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১০:৪৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ০৪:১৬
ইলেকট্রনিক্স খাতের দেশীয় জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছেড়েছেন গোলাম মুর্শেদ। নির্ধারিত তিন বছরের মেয়াদ শেষে পদ ছাড়লেন তিনি। কোম্পানিটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা সমকালকে জানান, দুই-তিন দিনের মধ্যে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত হবে।
গোলাম মুর্শেদ এক ক্ষুদেবার্তায় বলেন, ‘আমি ওয়ালটনের এমডি এবং সিইও হিসেবে আমার চুক্তির মেয়াদ বর্ধিত না করার সিদ্ধান্ত নিয়েছি। এ এক মিশ্র অনুভূতি।’
২০২০ সালের অক্টোবর থেকে তিনি টেক জায়ান্ট কোম্পানিটির এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রি লিমিটেডের এয়ার কন্ডিশনার বিভাগের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শাখায় ২০১০ সালে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন গোলাম মুর্শেদ। তাঁর নেতৃত্বে কোম্পানিটি ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পায়।
- বিষয় :
- ওয়ালটন
- গোলাম মুর্শেদ