- অর্থনীতি
- প্রিয়বাংলার আয়োজনে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত
প্রিয়বাংলার আয়োজনে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত

করোনা মহামারির সতর্কতামূলক নীতিমালা অনুসরণ, আসন্ন জাতীয় নির্বাচনে ভোট প্রদান, পরিবেশ সংরক্ষণ এবং অন্যান্য মানবিক বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভার্জিনিয়ার আর্লিংটনে এক ভিন্নধর্মী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকার সামাজিক ও সংস্কৃতিক সংগতঠন প্রিয়বাংলা ২৪ অক্টোবর প্রথমবারের মত ভার্জিনিয়ার আর্লিংটনে এই মোটর শোভাযাত্রার আয়োজন করে। প্রিয়বাংলা মোটর শোভাযাত্রায় নানা রঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন, বাংলাদেশ ও আমেরিকান ফ্ল্যাগে মোটরগুলোকে সাজানো হয়। আর্লিংটন কাউন্টি আর্টস কর্তৃপক্ষ এবং পুলিশ বিভাগ সার্বিক সাহযোগিতা করে।
প্রিয়বাংলার প্রেসিডেন্ট প্রিয়লাল কর্মলাল জানান, মূলধারার বহুমাত্রিক সাংস্কৃতিক জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সামগ্রিক সামাজিক উন্নয়নে সকলের সঙ্গে একত্রে কাজ করার মাধ্যমে একটি সেতুবন্ধন তৈরি করা লক্ষ্যেই এই মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রতি বছর প্রিয়বাংলা 'পথমেলা'র আয়োজন করে থাকে। তবে এবারের মহামারির কারণে এবং জনস্বাস্থ্যের নিরাপত্তা রক্ষার্থে প্রিয় বাংলাসহ সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের সামাজিক কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করে। এই বাস্তবতায় প্রিয়বাংলা মোটর শোভাযাত্রার আয়োজন করে।
মন্তব্য করুন