টিকা উৎপাদনে ৩৪ কোটি ডলার ঋণ দেবে এডিবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও এডিবির এ দেশীয় প্রধান এডিমন গিন্টিং। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১৫:১৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১৫:২০
করোনা, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গুসহ বিভিন্ন রোগের টিকা উৎপাদনের কারখানা স্থাপনে জন্য ৩৩৮ মিলিয়ন ডলার (প্রায় ৩৪ কোটি ডলার) ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার সাংবাদিকদের এ কথা বলেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। এর আগে এ বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এই কর্মকর্তা।
এডিমন গিন্টিং বলেন, ‘বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা আছে। এ জন্যই এই বিষয়ে সহযোগিতা দিতে রাজি এডিবি। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন রোগের প্রতিষেধক রপ্তানি করতে পারবে বাংলাদেশ।’ বৈঠকের বিষয়ে জানতে চাইলে এডিমন গিন্টিং জানান, মূলত টিকা উৎপাদন প্রকল্প নিয়ে আলোচনা করতে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। সম্ভাব্য অর্থের অর্ধেক কম সুদের নমনীয় ঋণ, বাকি ঋণে বাজারদরের কাছাকাছি হারে সুদ আরোপিত হবে। তবে ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর নমনীয় সুদের ঋণের এই সুযোগ আর থাকবে না।
ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নমনীয় ঋণের সুযোগ থাকার বিষয়টি মাথায় রেখে টিকার ঋণচুক্তির কাজটি দ্রুত করার চেষ্টা চলছে। তবে বিষয়টির সঙ্গে শুধু পরিকল্পনা মন্ত্রণালয় নয়, সরকারের অন্যান্য বিভাগও সম্পৃক্ত।’ সামনে সাধারণ নির্বাচন এবং এর আগে একনেকের বৈঠক না হলে কীভাবে এই প্রকল্প অনুমোদিত হবে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মহামারির শুরুতে নিয়মিত প্রক্রিয়া ছাড়াই দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অতি গুরুত্বপূর্ণ ছিল বলে ওগুলো সেভাবে অনুমোদন করা হয়েছিল। এটাও যেহেতু টিকার বিষয়, সেহেতু বিশেষভাবে অনুমোদন করানো যেতে পারে।