ওয়ালটনের এমডির পদ ছাড়লেন গোলাম মুর্শেদ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১৯:৫৮ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ০৭:৫৭
ইলেকট্রনিক্স খাতের দেশীয় জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছেড়েছেন গোলাম মুর্শেদ। নির্ধারিত তিন বছরের মেয়াদ শেষে পদ ছাড়লেন তিনি। কোম্পানিটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী কয়েকদিনের মধ্যে পরিচালনা পর্ষদ নতুন এমডি নিয়োগ দেবে।
২০২০ সালের অক্টোবর থেকে গোলাম মুর্শেদ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওয়ালটনের এমডির পদ ছাড়ার বিষয়ে জানতে গোলাম মুর্শেদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে প্রকাশিত খবরে বলা হয়, নতুন করে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও তিনি তা চাননি। নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে তাঁর।
- বিষয় :
- ওয়ালটনের এমডি
- গোলাম মুর্শেদ